Thursday, January 26, 2017

Shomadhi Shohor - Lyrics (Aurthohin)

ব্যান্ড:Aurthohin অ্যালবাম:Dhrubok (2003)
বৃদ্ধ নীলে বন্দী ঘুড়ির ডানায় লেগেছে ক্লান্ত রোদ তোমার জন্য যুদ্ধাহত পৃথিবীময় শান্তিশ্লোক সমাধির বাগানে সবুজ আকাশ, যুদ্ধে হারায় তোমার মুখ
অন্ধকার আর আলোর ভেতর শরীরে আজ শান্তি রোগ এপিটাফের ঠান্ডা শরীর চেয়ে থাকে আজ তোমার ক্লান্ত পথে ইতিহাসের সমাধি শহর বেঁচে থাকে আজ তোমার নোনা কবরে স্বপ্ন সড়ক মিলেছে আবার অন্ধকারের ধ্বংসস্তুপে তোমার স্বপ্ন যুদ্ধাহত পরে থাকে শহীদস্তম্ভে সমাধির বাগানে সবুজ আকাশ, যুদ্ধে হারায় তোমার মুখ অন্ধকার আর আলোর ভেতর শরীরে আজ শান্তি রোগ এপিটাফের ঠান্ডা শরীর চেয়ে থাকে আজ তোমার ক্লান্ত পথে ইতিহাসের সমাধি শহর বেঁচে থাকে আজ তোমার নোনা কবরে যুদ্ধ এখন ঘুমের কোরাস মৃত্যু এখন অলস ঘুম তোমার চোখে বৃদ্ধ আকাশ নিথর এখন স্তব্ধ নিঝুম এপিটাফের ঠান্ডা শরীর চেয়ে থাকে আজ তোমার ক্লান্ত পথে ইতিহাসের সমাধি শহর বেঁচে থাকে আজ তোমার নোনা কবরে

No comments:

Post a Comment

Ads Inside Post

Comments system