Tuesday, March 14, 2017

Lal Neel Golpo-Lyrics(Shironamhin)

ব্যান্ড :Shironamhin
অ্যালবাম:Jahaji(2004)

এখনই সময় পাড়ি দিতে দিগন্ত কত দূর যেতে হবে?
সীমানা অজানা অচেনা পথে কত দূর যেতে হবে? যেতে পার তোমরাও যেতে পার বহুদূর জেনে যাও নিশ্চিত পরাজয় বহুদূর সীমানায় লাল নীল গল্পে নাগরিক সংকট ছাড়বে না তোমায়। লাল নীল গল্পে তোমাদের দেখা যায় তোমাদের পরাজয় আমাদের গল্প হয়ে যায়। গল্পে তোমারাও যেতে পার সীমানায় সীমানার সংঘাত ছাড়বে না, ছাড়বে না তোমায়। লাল নীল লাল গল্পে ছন্দে গল্পে যাবে যদি অজানায় যেতে পার তুমি, সংগী রাজপথ যাবে যদি সীমানায় বন্ধু তুমি জান যেতে হবে কত দূর কত দূর বহুদূর যেতে হবে কতদূর? যেতে পার তোমরাও যেতে পার বহুদূর জেনে যাও নিশ্চিত পরাজয় বহুদূর সীমানায় লাল নীল গল্পে নাগরিক সংকট ছাড়বে না তোমায়। লাল নীল গল্পে তোমাদের দেখা যায় তোমাদের পরাজয় আমাদের গল্প হয়ে যায়। গল্পে তোমারাও যেতে পার সীমানায় সীমানার সংঘাত ছাড়বে না ছাড়বে না তোমায়।

Shaharer Kotha-Lyrics(Shironamhin)

ব্যান্ড :Shironamhin অ্যালবাম:Jahaji(2004)

শহরের কথা ঊঠলে একটা জনসমুদ্র চলে আসে, রাস্তা মানেই অবারিত নদী, গনমানুষের জোয়ার ভাটার টানে ব্যস্ততা আর
ঘরে ফেরা নিয়ে যদি…… গান লেখা হয়, গানের শরীরে শহরের ছবি ভাসে। শহর মানেই আমরা একটা গণআদালত বুঝি, শহুরে ক্লাউন গাছগুলো জুরি, সংস্কৃতির বেদম বিচার জানে জোছনা রাতে চাঁদের চরকা বুড়ী, বিচারে রায়ে আমরা সবাই হাত পা হৃদয় খুঁজি। জনসাধারন শহরের যত খাদ্য গুদাম চেনে ব্যাংকগুলো সব যৌথখামার; সাদা কালো নোট চাষাবাদের মানে বেঁচে থাকার ইচ্ছে তোমার আমার। শহুরে আড্ডা, শহুরে ভাষা শহরের কথা জানতে আসা শহুরে লোকের সবই জানা শহর মানেই চিড়িয়াখানা। শহুরে শিল্পী ভারী চৌকষ শিল্পের ঝোপঝাড়ে আপোষ নাটক কবিতা ছোট ছোট সুখ শহর মানেই ভেঙ্গে যাওয়া বুক। রাস্তায় একফালি নিঃশ্বাস অন্ধ শহরে ছুটে চলা বাস হাউজিং জ্যামে আকাশ অল্প শহর মানেই গ্রামের গল্প।

Lyrics Cancerer Nishikabyo -Lyrics(Aurthohin)

ব্যান্ড:Aurthohin অ্যালবাম:Cancerer Nishikabyo(2016)

সভ্যতার অন্য পিঠে
আঁধারের বিন্দু থেকে মধ্যাঙ্গুলি কালি মাখে
কবির খাতায় শব্দ ঢোকে রঙের উপর মরচে ধরে লাল রক্তে বিষ ভাসে মগজে আজ পাথর জমে ঝাপসা হয় দৃষ্টি চোখের অশ্লীল অসভ্য, এ আমার নিশিকাব্য অশ্লীল অসভ্য, এ আমার নিশিকাব্য সভ্যতার অন্য পিঠে আঁধারের বিন্দু থেকে মধ্যাঙ্গুলি কালি মাখে কবির খাতায় শব্দ ঢোকে রঙের উপর মরচে ধরে লাল রক্তে বিষ ভাসে মগজে আজ পাথর জমে ঝাপসা হয় দৃষ্টি চোখের আমি হাসি তোমার ধ্বংসে আমি বিষ ধরাই তোমার রক্তে নিস্তব্ধতার চিৎকারে অট্টহাসি দুঃখে জাগে পচনটা বাড়তে থাকে প্রাণ হারায় অসমাপ্তে ছয়টি আঙ্গুল একটি হাতে নগ্ন শরীর খামচে ধরে মাটি নামছে গভীরে তিন ফুটের হিসেবে আমি হাসি তোমার ধ্বংসে আমি বিষ ধরাই রক্তে হারিয়ে যাই নি দেখো এখনো চলছে হৃদপিণ্ডটা এখনও আমি স্বপ্ন দেখি তোমায় ছাড়া হারিয়ে যাই নি দেখো এখনো চলছে হৃদপিণ্ডটা এখনও আমি স্বপ্ন দেখি তোমায় ছাড়া ঘড়ির কাঁটা উল্টো ঘোরে আঁধার মুচকি হাসে হৃদপিণ্ডের চোখের নিচে কালি জমতে থাকে আমি হাসি তোমার ধ্বংসে আমি বিষ ধরাই রক্তে হারিয়ে যাই নি দেখো এখনো চলছে হৃদপিণ্ডটা এখনও আমি স্বপ্ন দেখি তোমায় ছাড়া হারিয়ে যাই নি দেখো এখনো চলছে হৃদপিণ্ডটা এখনও আমি স্বপ্ন দেখি তোমায় ছাড়া আমি প্রিয়ার ছোঁয়ায় বিষক্রিয়ায় হারাই আমি বেসুরো কবিতার মত আমি অন্ধকারের হাতেমতাই আমি ব্যাথায় তীব্র থেকে তীব্রতর আমি অশ্লীল, আমি অসভ্য এ আমারি, এ আমারি নিশিকাব্য

Adbhut Shob Chhelegulor Golpo-Lyrics(Aurthohin)

ব্যান্ড:Aurthohin অ্যালবাম:Cancerer Nishikabyo(2016)

জেগে থাকার একগুয়েমি খেলছে আমার সাথে মাথার ভেতর অদ্ভুত সব চিন্তা ঘুরতে থাকে পুরানো সেই গানের খাতা খালি পরে থাকে কালির আঁচর পরে না সেথায় অশ্রু কণায় ভিজে একটা সময় চারিপাশ ছিল অনেক রঙিন হারালে তুমি শুরু হলো অন্ধকারের দিন
কবিতা আর সুরের মাঝে হাসতো তখন সবই সব কিছুকে শুন্য করে চলে গেলে তুমি!! এখন আমার গান আসে না ইচ্ছে করে খালি অদ্ভুত সেই ছেলের মত দেশটা দেবো পাড়ি হয়তো কোন বনের মাঝে খুঁজে পাবো তারে অ্যাকোস্টিক আর হারমোনিকার মাতাল করা সুরে!! অদ্ভুত সেই ছেলে টা একাই হাঁটে জোছনায় অদ্ভুত সেই ছেলে টা একাই হাঁটে জোছনায় ... জোছনায়!! জেগে থাকার একগুয়েমি লাগছে কি একঘেয়ে আবোল তাবোল ভাবতে গিয়ে চোখটা লেগে আসে হঠাৎ করেই সামনে দেখি কে আছে দাঁড়িয়ে গীটার হাতে একটি ছেলে এলোমেলো চুলে!! আমাকেই খুজছো তুমি স্বপ্নের অন্তরালে যার জন্য হাটতে চাও অজানার পথে আমাকেই খুজছো তুমি স্বপ্নের অন্তরালে যার জন্য হাটতে চাও অজানার পথে আমায় পেলে তোমার কি আর কষ্ট থেমে যাবে? গানের কথা ভরতে হবে, মনে কথা দিয়ে যখন আমার কেউ ছিলো না চাঁদের আলো ছাড়া সঙ্গ দিতো আমায় তখন গিটার হারমোনিকা...!! পথ হারিয়ে চাঁদের আলোয় যখন অভিমান তারাই তখন বলতো আমায় হয়ে যাক গান হঠাৎ করেই ঘুম ভেঙে যায়, হয়ে যাই নিথর কষ্টে আর ভিজছে না চোখ যেন শুকনো পাথর অনেক দিনের পরে আবার গানের খাতা খুলি কোথায় আমার কষ্টের শেষ এখন আমি জানি তোমরা যখন অবাক হয়ে প্রশ্ন করবে আমায় হঠাৎ করেই সেই তুমি আজ কিভাবে বদলায় আমি বলবো অদ্ভুত সেই ছেলেটির কথা লুকিয়ে আছে সবার মাঝে ভাঙতে মনে ব্যাথা অদ্ভুত সেই ছেলে টা একাই হাঁটতো জোছনায় অদ্ভুত সেই ছেলে টা একাই হাঁটতো জোছনায় ... জোছনায়!!

Punorjonmo (Guti 5)-Lyrics (Aurthohin)

ব্যান্ড:Aurthohin অ্যালবাম:Cancerer Nishikabyo(2016)

হেয় হেয় শুনছো আমায় ডাকছি তোমায় আবার ভেবেছিলে কি থেমে গেছে তোমার গুটির জবাব?
ফোকলা দাঁতের কুৎসিত হাসি আবার আয়নায় দেখো ভেবেছিলে কি থেমে গেছি আমি খেলা সবে শুরু হলো!! হেয় হেয় শুনছো আমায় ডাকছি তোমায় আমি গুঁটি চেলে থেমে গিয়ে হতে চাও সবার চোখের রানী সম্মান কি টাকা দিয়ে মেলে সবাই কি বোকা নাকি চোখের সামনে তুমি বস, পেছনে হাসাহাসি!! ভেবেছিলে রাখবে আটকে আমায় কেউ যেন শুনতে না পায় নাচবে সবাই তোমার পদধুলিতে মনে রেখ দিন বদলায় নতুন সূর্যের উদয় পুরানো অসুখ পালায় পুনর্জন্ম হয়!! আজ আমি ছিঁড়বো তোমার মুখোশ দেখবে তোমার চেহাড়া সব মানুষ নর্দমায় হারাবে তোমার গুঁটি আমি নতুন প্রজন্মের কবি!! হেয় হেয় শুনছো আমায় ডাকছি তোমায় আবারও বয়স তো কম হলো না পরকাল নিয়ে ভাবো অনেক তো হলো গুঁটিবাজি, করবে আর কত? আদম আজ হয়ে গেছে ভীরু হাহাহাসির পাত্র ভেবেছিলে রাখবে আটকে আমায় কেউ যেন শুনতে না পায় নাচবে সবাই তোমার পদধুলিতে মনে রেখ দিন বদলায় নতুন সূর্যের উদয় পুরানো অসুখ পালায় পুনর্জন্ম হয়!! আজ আমি ছিঁড়বো তোমার মুখোশ দেখবে তোমার চেহাড়া সব মানুষ নর্দমায় হারাবে তোমার গুঁটি আমি নতুন প্রজন্মের কবি!! আমি তোমার মাঝরাতের দুঃস্বপ্ন চমকে উঠে পানির গ্লাসে হাত বাড়ানো আমি তোমার গলায় আটকে যাওয়া ভয়ের কাঁটা আর আমি তোমার হিপোক্রিসি মেকি কান্নার খুনির পুনর্জন্ম মরিচ খেলে তো ঝাল লাগবেই(আমি তোমার মাঝরাতের দুঃস্বপ্ন) পেঁয়াজ কাটলে তো কান্না পাবেই(চমকে উঠে পানির গ্লাসে হাত বাড়ানো) আকাশটা তো এখন পায়ের নিচে(আমি তোমার গলায় আটকে যাওয়া ভয়ের কাঁটা) গুঁটি চালতে এখন কেমন লাগে?!!(আর আমি তোমার হিপোক্রিসি মেকি কান্নার খুনির পুনর্জন্ম) ভেবেছিলে রাখবে আটকে আমায় কেউ যেন শুনতে না পায় নাচবে সবাই তোমার পদধুলিতে মনে রেখ দিন বদলায় নতুন সূর্যের উদয় পুরানো অসুখ পালায় পুনর্জন্ম হয়!! আজ আমি ছিঁড়বো তোমার মুখোশ দেখবে তোমার চেহাড়া সব মানুষ নর্দমায় হারাবে তোমার গুঁটি আমি নতুন প্রজন্মের কবি!!

Neel Paharer Gaaye-Lyrics (Aurthohin)

ব্যান্ড:Aurthohin অ্যালবাম:Cancerer Nishikabyo(2016)

রাতটা আমার থমকে দাঁড়ায় করুন কণ্ঠস্বরে চারিদিকের সব কিছু আজ অন্য রকম লাগে ঝাপসা চোখে এদিক সেদিক তোমার মুখটা খুঁজি
পাইনা খুজে টোল পরা গাল আর সেই মিষ্টি হাসি ভেবেছিলাম হারিয়ে যাবো তুমি যাবার আগে ছাই গুলো সব উড়িয়ে দিলাম নীল পাহাড়ের গায়ে ভেবেছিলাম হারিয়ে যাবো তুমি যাবার আগে ছাই গুলো সব উড়িয়ে দিলাম নীল পাহাড়ের গায়ে ঘুমাও তুমি নীল পাহাড়ে ঘুমাও যত খুশি নেই যে সেথায় কান্না কোন আছে শুধুই হাসি হঠাৎ করেই যদি তোমার আমায় মনে পড়ে মনে রেখো থাকতে তুমি আমার নতুন গানে তোমার দেয়া সুরের যন্ত্রে হারাই তোমায় ভেবে ছাইগুলো সব উড়িয়ে দিলাম নীল পাহাড়ের গায়ে তোমার দেয়া সুরের যন্ত্রে হারাই তোমায় ভেবে ছাইগুলো সব উড়িয়ে দিলাম নীল পাহাড়ের গায়ে লিখছি এ গান তোমায় ভেবে তোমায় শোনাব বলে গাইব এ গান নতুন সুরে তোমার হাতটি ধরে হঠাৎ করেই বাস্তবতা পেছন থেকে ডাকে শুন্য চোখে তাকিয়ে থাকি লাশ পুড়ানোর ঘরে তোমার দেহ পুড়তে থাকে বদ্ধ সীসার ঘরে ছাই গুলো সব উড়াবো আজ নীল পাহাড়ের গায়ে তোমার দেহ পুড়তে থাকে বদ্ধ সীসার ঘরে ছাই গুলো সব উড়াবো আজ নীল পাহাড়ের গায়ে

Nikkrishto 3-Lyrics (Aurthohin)

ব্যান্ড:Aurthohin অ্যালবাম:Cancerer Nishikabyo(2016)

তুমি মরে গেলেও থামবো না আমি!!! খানকি মাগী এখন থামো
মিথ্যে কান্না অনেক হল কি লিখব জানিনা, কি গাইব ভাবিনা দুই পয়সার হ্যোর তোমায় আমি চুদি না ভেবেছিলে কি এখনো কাঁদি? অন্ধকার হাতড়ে ফিরি? আমি আর কাঁদিনা, তোমায় নিয়ে ভাবিনা সূর্যটা ডুবে গেলে ভ্রান্ত হইনা! তোমার জন্য রঙিন চশমা পৃথিবীটা ছিল মিথ্যে কান্না আঁধারকে আলো ভেবে, তোমার অভিনয়ে হয়েছিল কবর মাটির বিছানা ভেবেছিলে কি এখনো কাঁদি? অন্ধকারে হাতড়ে ফিরি? আমি আর কাঁদিনা, তোমায় নিয়ে ভাবিনা সূর্যটা ডুবে গেলে ভ্রান্ত হইনা! তুমি বলেছিলে মানুষ বদলায় আমিও বদলে গেছি এখন দেখো কার চোখে রক্ত ঝরে অন্ধকারে!! তুমি নিকৃষ্ট!! হেয় খানকি মাগী যাচ্ছো কোথায় আমার কথা শেষ হয় নাই তুমি মরলেও থামবো না আমি দাঁড়িয়ে থাকবো কবরের পাশে যেদিন রাত্রে জোছনা উঠবে ঘৃণায় ভিজবে তুমি মোর মূত্র দিয়ে কারণ তুমি অমানুষ, ওয়াক থু, তুমি অমানুষ তুমি নিকৃষ্ট!! তুমি বলেছিলে মানুষ বদলায় আমিও বদলে গেছি এখন দেখো কার চোখে রক্ত ঝরে অন্ধকারে!! তুমি নিকৃষ্ট!! তুমি মানে মগজ পচন তুমি মানে কাপুরুষের ধর্ষণ তুমি মানে মন বিকলাঙ্গ তুমি মানে পচে যাওয়া রক্ত তুমি মানে মগজ নষ্ট তুমি মানে গর্ভপাতের কষ্ট তুমি মানে পথভ্রষ্ট তুমি মানে ... তুমি মানে ... তুমি মানে ... নিকৃষ্ট! তুমি বলেছিলে মানুষ বদলায় আমিও বদলে গেছি এখন দেখো কার চোখে রক্ত ঝরে অন্ধকারে!! তুমি নিকৃষ্ট!! থু!!!

Bhalobashte Janina-Lyrics (Aurthohin)

ব্যান্ড:Aurthohin অ্যালবাম:Cancerer Nishikabyo(2016)

মাঝরাতে যখন এই ঘুমটা ভেঙে যায় জানালা দিয়ে চাঁদের আলোর স্রোতধারায় মনের ভেতর কে যেনো আমায় বলে যায়
আমার সাথে আয়, তুই আমার সাথে আয় ঘুম ঘুম চোখে ভাবতে থাকি একাকী কে ডাকে আমায়, কার কথায় আমার এ ঘুম হারায় আমিতো একা একাই চলি পথ কেউতো মোর আপন নয় সবাই যেনো পর তারপরেই মনের মাঝে দেখি তোমার ছবি ভাঙতে চায় দেয়ালটা সেই পুরনো অনুভূতি বদ্ধ ঘরে আটকে থাকা নিশ্চুপ কবি কলম ধরা হাতে আবার শুরু লেখালেখি আমিতো ভালবাসতে জানি না কাউকে তো কাছে টানতে পারি না তবু তুমি থাকো যখন আমার পাশে আমার কেনো এমন লাগে সারারাত না ঘুমোদের দলে নাম লিখিয়ে দেখি সকাল চায়ের কাপে অ্যাশট্রেতে মনের ভেতর কে যেনো আমায় বলে যায়
আমার সাথে আয়, তুই আমার সাথে আয় ঘুমহীন লাল চোখে ভাবতে থাকি কে ডাকছে আমায় কার ছবি দেখি চোখের এই কোণায় আমি তো এই রঙিন পৃথিবীতে সাদাকালোকেই নিয়েছি আপন করে তারপরেই মনের মাঝে দেখি তোমার ছবি ভাঙতে চায় দেয়ালটা সেই পুরনো অনুভূতি বদ্ধ ঘরে আটকে থাকা নিশ্চুপ কবি কলম ধরা হাতে আবার শুরু লেখালেখি আমিতো ভালবাসতে জানি না কাউকে তো কাছে টানতে পারি না তবু যখন তুমি থাকো আমার পাশে আমার কেনো এমন লাগে

Chaite Paro 3 (You Have to Bujhte Hobe) - Lyrics (Aurthohin)

ব্যান্ড:Aurthohin অ্যালবাম:Cancerer Nishikabyo(2016)

চাইতে পারো নিঝুম রাতে আমার গাওয়া গান শুনতে হঠাৎ করেই গান থামিয়ে
গিটারটা ছুঁড়ে ফেলে বললাম চলো হারিয়ে যাই সবকিছু ছেড়ে পালাই Bitch Please... হও তুমি যতোই সুন্দরী ফেইসবুকে লাইক কাড়ি কাড়ি আমার এই গিটার ছেড়ে রাখবো কি হাত তোমার হাতে গান কি এত সস্তা নাকি একি তোমার মামার বাড়ি আটা ময়দা মাখা সেলফি জাতে উঠতে অনেক দেরি গান কি এত সস্তা নাকি একি তোমার মামার বাড়ি আটা ময়দা মাখা সেলফি জাতে উঠতে... চাইতে পারো চাইতে পারো DSLR সাথে দুটো সাদা লেন্স সাথে স্বপ্ন পাবার ছয় ছয়টা হট মডেল ফ্রেন্ড ছবিতে গরিব-দুঃখী পকেটে বড়লোকি ইনবক্সে প্রেমপত্র মুরাদ টাকলা ঠিকই তোমার এই যশ খ্যাতি যেন স্মার্টফোনের ব্যাটারি যতই করো টিপাটিপি চার্জ চলে গেলেই আমের আঁটি এতই সস্তা ফটোগ্রাফি সেকি তোমার মামার বাড়ি ইনস্টাগ্রাম কি দৃক গ্যালারী জাতে উঠতে অনেক দেরি এতই সস্তা ফটোগ্রাফি সেকি তোমার মামার বাড়ি ইনস্টাগ্রাম কি দৃক গ্যালারী জাতে উঠতে ... চাইতে পারো চাইতে পারো কোন টিভির কোন এক অনুষ্ঠানে নিজের ঢোল নিজেই পেটাতে নিজের ঢোল নিজে পেটাতে মিথ্যা দিয়ে ঘায়েল করতে আমায় জনগণ কি ঘোড়ার ঘাস খায় যতই করো মিথ্যাচার তালগাছটা শুধুই তোমার পাবলিক আজ সবই বোঝে ইউ হ্যাভ টু বুঝতে হবে এতই সস্তা লেজেন্ড গিরি একি তোমার মামার বাড়ি টুইন টার্বো ওয়ালা গরুর গাড়ি জাতে উঠতে অনেক দেরি এতই সস্তা লেজেন্ড গিরি একি তোমার মামার বাড়ি টুইন টার্বো ওয়ালা গরুর গাড়ি জাতে উঠতে... ড্যাম. গীটার সলো টা দিতেই তো ভুইলে গেছি. দর্শক শ্রোতা. এখন আপনারা শুনবেন গীটার সলো শিশির?

Bichoron - Lyrics (Aurthohin)


ব্যান্ড:Aurthohin
অ্যালবাম:Cancerer Nishikabyo(2016)
তুমি অনেক জনপ্রিয়?
উঠতে, বসতে, হাততালিতে? আমায় তুমি হটাতে চাও?
মোর বিচরণ অন্যখানে! চুরি করা রং মাখানো গান পাওয়া যায় মাঠেঘাটে! তুমি আমায় গান শোনাবে? মোর বিচরণ অন্যখানে! দেখো আজ চারিপাশে আঁধার আসছে ভেঙে কোথায় তুমি লুকোবে? কোথায় তুমি হারাবে? জনপ্রিয়তার লোভেতে দিচ্ছ বেচে ছেলে মেয়েকে যখন তারা বড় হবে রাখবে কি হাত তোমার হাতে? ভাবছো তুমি চুপ থাকলে অতীত সবাই ভুলে যাবে? আমায় তুমি কি ভোলাবে? মোর বিচরণ অন্যখানে! দেখো আজ চারিপাশে আঁধার আসছে ভেঙে কোথায় তুমি লুকোবে?
কোথায় তুমি হারাবে? ভণ্ডামি আর বেচবে কত? বাজারদর যে গেছে নেমে দরের হিসেব কষিনি আমি মোর বিচরণ অন্যখানে সবকিছুই আজ বেশি বেশি? চামচা দ্বারা মুখটা খোলে? একবারও কি মাথায় আসে? "কোথায় ছিলে?" "কোথায় যাবে?" দেখো আজ চারিপাশে আঁধার আসছে ভেঙে কোথায় তুমি লুকোবে? কোথায় তুমি হারাবে?

Ditio Jibon - Lyrics (Shironamhin)

ব্যান্ড :Shironamhin অ্যালবাম:Ichche Ghuri (2006)
অদৃশ্য চাদরে, দিগন্ত রেখায় বসে আছে সে,
অসংখ্য অনাবিল, পথ পেরিয়ে আশার স্মৃতির ভীড়ে- রূপালী চাঁদের আলোয় জড়িয়ে থাকা সেই পিচঢালা পথ,
বিষন্ন চারিধার, ছড়িয়ে থাকা মৃদু কুয়াশা- বিষন্ন ধোঁয়াশায় ধূসর স্মৃতি ঘিরে আছে, তাকে, আঁধার লহরীর নীল সাজানো আকাশ ছুঁয়ে জোছনা ভাঙা বালুচরে হারিয়ে যাওয়া, মনে পড়ে যায় ফেলে আসা পথ পেরিয়ে, সোনালী প্রহর তবুও সবুজ পথ পেরিয়ে, অসীম ছায়াপথ নিমেষে ছাড়িয়ে, অবাক বিস্ময়ে। জীবন স্নৃতি যেন এলোমেলো হয়ে উড়ে যায় একই পলকে, একই নিমেষে। হে হেহে তোমায় স্বাগত জানাই, ঝড়া পাতার মত সন্ধ্যায়, আলোময় বিচরন, দ্বিতীয় জীবন, ছায়াময় মননে, অবাক নয়নে, ছায়া সুনিবিড়, বিস্ময়ে দেখি, দ্বিতীয় জীবন, দ্বিতীয় জীবন। দ্বিতীয় জীবন, দ্বিতীয় জীবন। দ্বিতীয় জীবন, দ্বিতীয় জীবন। দ্বিতীয় জীবন, দ্বিতীয় জীবন।

Onek Asha Nea - Lyrics (Shironamhin)

ব্যান্ড :Shironamhin অ্যালবাম:Ichche Ghuri (2006)

অনেক সবুজের প্রান্তে তুমি থাকো একাকী আমি ধূসর, ধূসর হয়ে জেগে থাকি। অনেক মানুষের ভীড়েও তুমি থাকো একাকী আমি অনেক আশা নিয়ে বসে থাকি। হেরে যেতে যেতে যদি থমকে, এক নিঃশ্বাসে সব পেরিয়ে রোদ ঝলমলে এক দুপুরে, যদি ঘুম সব ঘুম ভেঙে যায় আমি অনেক আশা নিয়ে জেগে থাকি। দরজার বাইরে রঙীন পৃথিবী, ধূলো ধূলোমাখা দাঁড়িয়ে আছে ঝড়ের আশায় তোমার শহরে, শিরোনামহীন ফুটপাত ঘুমিয়ে গেছে। একদিন এই ঝড়, তোমার এই শহরে, ভেজায় যায় সব জানালা তবু আমি বসে আছি। অনেক মানুষের ভীড়েও তুমি থাকো একাকী। আমি অনেক আশা নিয়ে জেগে থাকি।

Ads Inside Post

Comments system