Tuesday, March 14, 2017

Lal Neel Golpo-Lyrics(Shironamhin)

ব্যান্ড :Shironamhin
অ্যালবাম:Jahaji(2004)

এখনই সময় পাড়ি দিতে দিগন্ত কত দূর যেতে হবে?
সীমানা অজানা অচেনা পথে কত দূর যেতে হবে? যেতে পার তোমরাও যেতে পার বহুদূর জেনে যাও নিশ্চিত পরাজয় বহুদূর সীমানায় লাল নীল গল্পে নাগরিক সংকট ছাড়বে না তোমায়। লাল নীল গল্পে তোমাদের দেখা যায় তোমাদের পরাজয় আমাদের গল্প হয়ে যায়। গল্পে তোমারাও যেতে পার সীমানায় সীমানার সংঘাত ছাড়বে না, ছাড়বে না তোমায়। লাল নীল লাল গল্পে ছন্দে গল্পে যাবে যদি অজানায় যেতে পার তুমি, সংগী রাজপথ যাবে যদি সীমানায় বন্ধু তুমি জান যেতে হবে কত দূর কত দূর বহুদূর যেতে হবে কতদূর? যেতে পার তোমরাও যেতে পার বহুদূর জেনে যাও নিশ্চিত পরাজয় বহুদূর সীমানায় লাল নীল গল্পে নাগরিক সংকট ছাড়বে না তোমায়। লাল নীল গল্পে তোমাদের দেখা যায় তোমাদের পরাজয় আমাদের গল্প হয়ে যায়। গল্পে তোমারাও যেতে পার সীমানায় সীমানার সংঘাত ছাড়বে না ছাড়বে না তোমায়।

Shaharer Kotha-Lyrics(Shironamhin)

ব্যান্ড :Shironamhin অ্যালবাম:Jahaji(2004)

শহরের কথা ঊঠলে একটা জনসমুদ্র চলে আসে, রাস্তা মানেই অবারিত নদী, গনমানুষের জোয়ার ভাটার টানে ব্যস্ততা আর
ঘরে ফেরা নিয়ে যদি…… গান লেখা হয়, গানের শরীরে শহরের ছবি ভাসে। শহর মানেই আমরা একটা গণআদালত বুঝি, শহুরে ক্লাউন গাছগুলো জুরি, সংস্কৃতির বেদম বিচার জানে জোছনা রাতে চাঁদের চরকা বুড়ী, বিচারে রায়ে আমরা সবাই হাত পা হৃদয় খুঁজি। জনসাধারন শহরের যত খাদ্য গুদাম চেনে ব্যাংকগুলো সব যৌথখামার; সাদা কালো নোট চাষাবাদের মানে বেঁচে থাকার ইচ্ছে তোমার আমার। শহুরে আড্ডা, শহুরে ভাষা শহরের কথা জানতে আসা শহুরে লোকের সবই জানা শহর মানেই চিড়িয়াখানা। শহুরে শিল্পী ভারী চৌকষ শিল্পের ঝোপঝাড়ে আপোষ নাটক কবিতা ছোট ছোট সুখ শহর মানেই ভেঙ্গে যাওয়া বুক। রাস্তায় একফালি নিঃশ্বাস অন্ধ শহরে ছুটে চলা বাস হাউজিং জ্যামে আকাশ অল্প শহর মানেই গ্রামের গল্প।

Lyrics Cancerer Nishikabyo -Lyrics(Aurthohin)

ব্যান্ড:Aurthohin অ্যালবাম:Cancerer Nishikabyo(2016)

সভ্যতার অন্য পিঠে
আঁধারের বিন্দু থেকে মধ্যাঙ্গুলি কালি মাখে
কবির খাতায় শব্দ ঢোকে রঙের উপর মরচে ধরে লাল রক্তে বিষ ভাসে মগজে আজ পাথর জমে ঝাপসা হয় দৃষ্টি চোখের অশ্লীল অসভ্য, এ আমার নিশিকাব্য অশ্লীল অসভ্য, এ আমার নিশিকাব্য সভ্যতার অন্য পিঠে আঁধারের বিন্দু থেকে মধ্যাঙ্গুলি কালি মাখে কবির খাতায় শব্দ ঢোকে রঙের উপর মরচে ধরে লাল রক্তে বিষ ভাসে মগজে আজ পাথর জমে ঝাপসা হয় দৃষ্টি চোখের আমি হাসি তোমার ধ্বংসে আমি বিষ ধরাই তোমার রক্তে নিস্তব্ধতার চিৎকারে অট্টহাসি দুঃখে জাগে পচনটা বাড়তে থাকে প্রাণ হারায় অসমাপ্তে ছয়টি আঙ্গুল একটি হাতে নগ্ন শরীর খামচে ধরে মাটি নামছে গভীরে তিন ফুটের হিসেবে আমি হাসি তোমার ধ্বংসে আমি বিষ ধরাই রক্তে হারিয়ে যাই নি দেখো এখনো চলছে হৃদপিণ্ডটা এখনও আমি স্বপ্ন দেখি তোমায় ছাড়া হারিয়ে যাই নি দেখো এখনো চলছে হৃদপিণ্ডটা এখনও আমি স্বপ্ন দেখি তোমায় ছাড়া ঘড়ির কাঁটা উল্টো ঘোরে আঁধার মুচকি হাসে হৃদপিণ্ডের চোখের নিচে কালি জমতে থাকে আমি হাসি তোমার ধ্বংসে আমি বিষ ধরাই রক্তে হারিয়ে যাই নি দেখো এখনো চলছে হৃদপিণ্ডটা এখনও আমি স্বপ্ন দেখি তোমায় ছাড়া হারিয়ে যাই নি দেখো এখনো চলছে হৃদপিণ্ডটা এখনও আমি স্বপ্ন দেখি তোমায় ছাড়া আমি প্রিয়ার ছোঁয়ায় বিষক্রিয়ায় হারাই আমি বেসুরো কবিতার মত আমি অন্ধকারের হাতেমতাই আমি ব্যাথায় তীব্র থেকে তীব্রতর আমি অশ্লীল, আমি অসভ্য এ আমারি, এ আমারি নিশিকাব্য

Adbhut Shob Chhelegulor Golpo-Lyrics(Aurthohin)

ব্যান্ড:Aurthohin অ্যালবাম:Cancerer Nishikabyo(2016)

জেগে থাকার একগুয়েমি খেলছে আমার সাথে মাথার ভেতর অদ্ভুত সব চিন্তা ঘুরতে থাকে পুরানো সেই গানের খাতা খালি পরে থাকে কালির আঁচর পরে না সেথায় অশ্রু কণায় ভিজে একটা সময় চারিপাশ ছিল অনেক রঙিন হারালে তুমি শুরু হলো অন্ধকারের দিন
কবিতা আর সুরের মাঝে হাসতো তখন সবই সব কিছুকে শুন্য করে চলে গেলে তুমি!! এখন আমার গান আসে না ইচ্ছে করে খালি অদ্ভুত সেই ছেলের মত দেশটা দেবো পাড়ি হয়তো কোন বনের মাঝে খুঁজে পাবো তারে অ্যাকোস্টিক আর হারমোনিকার মাতাল করা সুরে!! অদ্ভুত সেই ছেলে টা একাই হাঁটে জোছনায় অদ্ভুত সেই ছেলে টা একাই হাঁটে জোছনায় ... জোছনায়!! জেগে থাকার একগুয়েমি লাগছে কি একঘেয়ে আবোল তাবোল ভাবতে গিয়ে চোখটা লেগে আসে হঠাৎ করেই সামনে দেখি কে আছে দাঁড়িয়ে গীটার হাতে একটি ছেলে এলোমেলো চুলে!! আমাকেই খুজছো তুমি স্বপ্নের অন্তরালে যার জন্য হাটতে চাও অজানার পথে আমাকেই খুজছো তুমি স্বপ্নের অন্তরালে যার জন্য হাটতে চাও অজানার পথে আমায় পেলে তোমার কি আর কষ্ট থেমে যাবে? গানের কথা ভরতে হবে, মনে কথা দিয়ে যখন আমার কেউ ছিলো না চাঁদের আলো ছাড়া সঙ্গ দিতো আমায় তখন গিটার হারমোনিকা...!! পথ হারিয়ে চাঁদের আলোয় যখন অভিমান তারাই তখন বলতো আমায় হয়ে যাক গান হঠাৎ করেই ঘুম ভেঙে যায়, হয়ে যাই নিথর কষ্টে আর ভিজছে না চোখ যেন শুকনো পাথর অনেক দিনের পরে আবার গানের খাতা খুলি কোথায় আমার কষ্টের শেষ এখন আমি জানি তোমরা যখন অবাক হয়ে প্রশ্ন করবে আমায় হঠাৎ করেই সেই তুমি আজ কিভাবে বদলায় আমি বলবো অদ্ভুত সেই ছেলেটির কথা লুকিয়ে আছে সবার মাঝে ভাঙতে মনে ব্যাথা অদ্ভুত সেই ছেলে টা একাই হাঁটতো জোছনায় অদ্ভুত সেই ছেলে টা একাই হাঁটতো জোছনায় ... জোছনায়!!

Punorjonmo (Guti 5)-Lyrics (Aurthohin)

ব্যান্ড:Aurthohin অ্যালবাম:Cancerer Nishikabyo(2016)

হেয় হেয় শুনছো আমায় ডাকছি তোমায় আবার ভেবেছিলে কি থেমে গেছে তোমার গুটির জবাব?
ফোকলা দাঁতের কুৎসিত হাসি আবার আয়নায় দেখো ভেবেছিলে কি থেমে গেছি আমি খেলা সবে শুরু হলো!! হেয় হেয় শুনছো আমায় ডাকছি তোমায় আমি গুঁটি চেলে থেমে গিয়ে হতে চাও সবার চোখের রানী সম্মান কি টাকা দিয়ে মেলে সবাই কি বোকা নাকি চোখের সামনে তুমি বস, পেছনে হাসাহাসি!! ভেবেছিলে রাখবে আটকে আমায় কেউ যেন শুনতে না পায় নাচবে সবাই তোমার পদধুলিতে মনে রেখ দিন বদলায় নতুন সূর্যের উদয় পুরানো অসুখ পালায় পুনর্জন্ম হয়!! আজ আমি ছিঁড়বো তোমার মুখোশ দেখবে তোমার চেহাড়া সব মানুষ নর্দমায় হারাবে তোমার গুঁটি আমি নতুন প্রজন্মের কবি!! হেয় হেয় শুনছো আমায় ডাকছি তোমায় আবারও বয়স তো কম হলো না পরকাল নিয়ে ভাবো অনেক তো হলো গুঁটিবাজি, করবে আর কত? আদম আজ হয়ে গেছে ভীরু হাহাহাসির পাত্র ভেবেছিলে রাখবে আটকে আমায় কেউ যেন শুনতে না পায় নাচবে সবাই তোমার পদধুলিতে মনে রেখ দিন বদলায় নতুন সূর্যের উদয় পুরানো অসুখ পালায় পুনর্জন্ম হয়!! আজ আমি ছিঁড়বো তোমার মুখোশ দেখবে তোমার চেহাড়া সব মানুষ নর্দমায় হারাবে তোমার গুঁটি আমি নতুন প্রজন্মের কবি!! আমি তোমার মাঝরাতের দুঃস্বপ্ন চমকে উঠে পানির গ্লাসে হাত বাড়ানো আমি তোমার গলায় আটকে যাওয়া ভয়ের কাঁটা আর আমি তোমার হিপোক্রিসি মেকি কান্নার খুনির পুনর্জন্ম মরিচ খেলে তো ঝাল লাগবেই(আমি তোমার মাঝরাতের দুঃস্বপ্ন) পেঁয়াজ কাটলে তো কান্না পাবেই(চমকে উঠে পানির গ্লাসে হাত বাড়ানো) আকাশটা তো এখন পায়ের নিচে(আমি তোমার গলায় আটকে যাওয়া ভয়ের কাঁটা) গুঁটি চালতে এখন কেমন লাগে?!!(আর আমি তোমার হিপোক্রিসি মেকি কান্নার খুনির পুনর্জন্ম) ভেবেছিলে রাখবে আটকে আমায় কেউ যেন শুনতে না পায় নাচবে সবাই তোমার পদধুলিতে মনে রেখ দিন বদলায় নতুন সূর্যের উদয় পুরানো অসুখ পালায় পুনর্জন্ম হয়!! আজ আমি ছিঁড়বো তোমার মুখোশ দেখবে তোমার চেহাড়া সব মানুষ নর্দমায় হারাবে তোমার গুঁটি আমি নতুন প্রজন্মের কবি!!

Neel Paharer Gaaye-Lyrics (Aurthohin)

ব্যান্ড:Aurthohin অ্যালবাম:Cancerer Nishikabyo(2016)

রাতটা আমার থমকে দাঁড়ায় করুন কণ্ঠস্বরে চারিদিকের সব কিছু আজ অন্য রকম লাগে ঝাপসা চোখে এদিক সেদিক তোমার মুখটা খুঁজি
পাইনা খুজে টোল পরা গাল আর সেই মিষ্টি হাসি ভেবেছিলাম হারিয়ে যাবো তুমি যাবার আগে ছাই গুলো সব উড়িয়ে দিলাম নীল পাহাড়ের গায়ে ভেবেছিলাম হারিয়ে যাবো তুমি যাবার আগে ছাই গুলো সব উড়িয়ে দিলাম নীল পাহাড়ের গায়ে ঘুমাও তুমি নীল পাহাড়ে ঘুমাও যত খুশি নেই যে সেথায় কান্না কোন আছে শুধুই হাসি হঠাৎ করেই যদি তোমার আমায় মনে পড়ে মনে রেখো থাকতে তুমি আমার নতুন গানে তোমার দেয়া সুরের যন্ত্রে হারাই তোমায় ভেবে ছাইগুলো সব উড়িয়ে দিলাম নীল পাহাড়ের গায়ে তোমার দেয়া সুরের যন্ত্রে হারাই তোমায় ভেবে ছাইগুলো সব উড়িয়ে দিলাম নীল পাহাড়ের গায়ে লিখছি এ গান তোমায় ভেবে তোমায় শোনাব বলে গাইব এ গান নতুন সুরে তোমার হাতটি ধরে হঠাৎ করেই বাস্তবতা পেছন থেকে ডাকে শুন্য চোখে তাকিয়ে থাকি লাশ পুড়ানোর ঘরে তোমার দেহ পুড়তে থাকে বদ্ধ সীসার ঘরে ছাই গুলো সব উড়াবো আজ নীল পাহাড়ের গায়ে তোমার দেহ পুড়তে থাকে বদ্ধ সীসার ঘরে ছাই গুলো সব উড়াবো আজ নীল পাহাড়ের গায়ে

Nikkrishto 3-Lyrics (Aurthohin)

ব্যান্ড:Aurthohin অ্যালবাম:Cancerer Nishikabyo(2016)

তুমি মরে গেলেও থামবো না আমি!!! খানকি মাগী এখন থামো
মিথ্যে কান্না অনেক হল কি লিখব জানিনা, কি গাইব ভাবিনা দুই পয়সার হ্যোর তোমায় আমি চুদি না ভেবেছিলে কি এখনো কাঁদি? অন্ধকার হাতড়ে ফিরি? আমি আর কাঁদিনা, তোমায় নিয়ে ভাবিনা সূর্যটা ডুবে গেলে ভ্রান্ত হইনা! তোমার জন্য রঙিন চশমা পৃথিবীটা ছিল মিথ্যে কান্না আঁধারকে আলো ভেবে, তোমার অভিনয়ে হয়েছিল কবর মাটির বিছানা ভেবেছিলে কি এখনো কাঁদি? অন্ধকারে হাতড়ে ফিরি? আমি আর কাঁদিনা, তোমায় নিয়ে ভাবিনা সূর্যটা ডুবে গেলে ভ্রান্ত হইনা! তুমি বলেছিলে মানুষ বদলায় আমিও বদলে গেছি এখন দেখো কার চোখে রক্ত ঝরে অন্ধকারে!! তুমি নিকৃষ্ট!! হেয় খানকি মাগী যাচ্ছো কোথায় আমার কথা শেষ হয় নাই তুমি মরলেও থামবো না আমি দাঁড়িয়ে থাকবো কবরের পাশে যেদিন রাত্রে জোছনা উঠবে ঘৃণায় ভিজবে তুমি মোর মূত্র দিয়ে কারণ তুমি অমানুষ, ওয়াক থু, তুমি অমানুষ তুমি নিকৃষ্ট!! তুমি বলেছিলে মানুষ বদলায় আমিও বদলে গেছি এখন দেখো কার চোখে রক্ত ঝরে অন্ধকারে!! তুমি নিকৃষ্ট!! তুমি মানে মগজ পচন তুমি মানে কাপুরুষের ধর্ষণ তুমি মানে মন বিকলাঙ্গ তুমি মানে পচে যাওয়া রক্ত তুমি মানে মগজ নষ্ট তুমি মানে গর্ভপাতের কষ্ট তুমি মানে পথভ্রষ্ট তুমি মানে ... তুমি মানে ... তুমি মানে ... নিকৃষ্ট! তুমি বলেছিলে মানুষ বদলায় আমিও বদলে গেছি এখন দেখো কার চোখে রক্ত ঝরে অন্ধকারে!! তুমি নিকৃষ্ট!! থু!!!

Bhalobashte Janina-Lyrics (Aurthohin)

ব্যান্ড:Aurthohin অ্যালবাম:Cancerer Nishikabyo(2016)

মাঝরাতে যখন এই ঘুমটা ভেঙে যায় জানালা দিয়ে চাঁদের আলোর স্রোতধারায় মনের ভেতর কে যেনো আমায় বলে যায়
আমার সাথে আয়, তুই আমার সাথে আয় ঘুম ঘুম চোখে ভাবতে থাকি একাকী কে ডাকে আমায়, কার কথায় আমার এ ঘুম হারায় আমিতো একা একাই চলি পথ কেউতো মোর আপন নয় সবাই যেনো পর তারপরেই মনের মাঝে দেখি তোমার ছবি ভাঙতে চায় দেয়ালটা সেই পুরনো অনুভূতি বদ্ধ ঘরে আটকে থাকা নিশ্চুপ কবি কলম ধরা হাতে আবার শুরু লেখালেখি আমিতো ভালবাসতে জানি না কাউকে তো কাছে টানতে পারি না তবু তুমি থাকো যখন আমার পাশে আমার কেনো এমন লাগে সারারাত না ঘুমোদের দলে নাম লিখিয়ে দেখি সকাল চায়ের কাপে অ্যাশট্রেতে মনের ভেতর কে যেনো আমায় বলে যায়
আমার সাথে আয়, তুই আমার সাথে আয় ঘুমহীন লাল চোখে ভাবতে থাকি কে ডাকছে আমায় কার ছবি দেখি চোখের এই কোণায় আমি তো এই রঙিন পৃথিবীতে সাদাকালোকেই নিয়েছি আপন করে তারপরেই মনের মাঝে দেখি তোমার ছবি ভাঙতে চায় দেয়ালটা সেই পুরনো অনুভূতি বদ্ধ ঘরে আটকে থাকা নিশ্চুপ কবি কলম ধরা হাতে আবার শুরু লেখালেখি আমিতো ভালবাসতে জানি না কাউকে তো কাছে টানতে পারি না তবু যখন তুমি থাকো আমার পাশে আমার কেনো এমন লাগে

Chaite Paro 3 (You Have to Bujhte Hobe) - Lyrics (Aurthohin)

ব্যান্ড:Aurthohin অ্যালবাম:Cancerer Nishikabyo(2016)

চাইতে পারো নিঝুম রাতে আমার গাওয়া গান শুনতে হঠাৎ করেই গান থামিয়ে
গিটারটা ছুঁড়ে ফেলে বললাম চলো হারিয়ে যাই সবকিছু ছেড়ে পালাই Bitch Please... হও তুমি যতোই সুন্দরী ফেইসবুকে লাইক কাড়ি কাড়ি আমার এই গিটার ছেড়ে রাখবো কি হাত তোমার হাতে গান কি এত সস্তা নাকি একি তোমার মামার বাড়ি আটা ময়দা মাখা সেলফি জাতে উঠতে অনেক দেরি গান কি এত সস্তা নাকি একি তোমার মামার বাড়ি আটা ময়দা মাখা সেলফি জাতে উঠতে... চাইতে পারো চাইতে পারো DSLR সাথে দুটো সাদা লেন্স সাথে স্বপ্ন পাবার ছয় ছয়টা হট মডেল ফ্রেন্ড ছবিতে গরিব-দুঃখী পকেটে বড়লোকি ইনবক্সে প্রেমপত্র মুরাদ টাকলা ঠিকই তোমার এই যশ খ্যাতি যেন স্মার্টফোনের ব্যাটারি যতই করো টিপাটিপি চার্জ চলে গেলেই আমের আঁটি এতই সস্তা ফটোগ্রাফি সেকি তোমার মামার বাড়ি ইনস্টাগ্রাম কি দৃক গ্যালারী জাতে উঠতে অনেক দেরি এতই সস্তা ফটোগ্রাফি সেকি তোমার মামার বাড়ি ইনস্টাগ্রাম কি দৃক গ্যালারী জাতে উঠতে ... চাইতে পারো চাইতে পারো কোন টিভির কোন এক অনুষ্ঠানে নিজের ঢোল নিজেই পেটাতে নিজের ঢোল নিজে পেটাতে মিথ্যা দিয়ে ঘায়েল করতে আমায় জনগণ কি ঘোড়ার ঘাস খায় যতই করো মিথ্যাচার তালগাছটা শুধুই তোমার পাবলিক আজ সবই বোঝে ইউ হ্যাভ টু বুঝতে হবে এতই সস্তা লেজেন্ড গিরি একি তোমার মামার বাড়ি টুইন টার্বো ওয়ালা গরুর গাড়ি জাতে উঠতে অনেক দেরি এতই সস্তা লেজেন্ড গিরি একি তোমার মামার বাড়ি টুইন টার্বো ওয়ালা গরুর গাড়ি জাতে উঠতে... ড্যাম. গীটার সলো টা দিতেই তো ভুইলে গেছি. দর্শক শ্রোতা. এখন আপনারা শুনবেন গীটার সলো শিশির?

Bichoron - Lyrics (Aurthohin)


ব্যান্ড:Aurthohin
অ্যালবাম:Cancerer Nishikabyo(2016)
তুমি অনেক জনপ্রিয়?
উঠতে, বসতে, হাততালিতে? আমায় তুমি হটাতে চাও?
মোর বিচরণ অন্যখানে! চুরি করা রং মাখানো গান পাওয়া যায় মাঠেঘাটে! তুমি আমায় গান শোনাবে? মোর বিচরণ অন্যখানে! দেখো আজ চারিপাশে আঁধার আসছে ভেঙে কোথায় তুমি লুকোবে? কোথায় তুমি হারাবে? জনপ্রিয়তার লোভেতে দিচ্ছ বেচে ছেলে মেয়েকে যখন তারা বড় হবে রাখবে কি হাত তোমার হাতে? ভাবছো তুমি চুপ থাকলে অতীত সবাই ভুলে যাবে? আমায় তুমি কি ভোলাবে? মোর বিচরণ অন্যখানে! দেখো আজ চারিপাশে আঁধার আসছে ভেঙে কোথায় তুমি লুকোবে?
কোথায় তুমি হারাবে? ভণ্ডামি আর বেচবে কত? বাজারদর যে গেছে নেমে দরের হিসেব কষিনি আমি মোর বিচরণ অন্যখানে সবকিছুই আজ বেশি বেশি? চামচা দ্বারা মুখটা খোলে? একবারও কি মাথায় আসে? "কোথায় ছিলে?" "কোথায় যাবে?" দেখো আজ চারিপাশে আঁধার আসছে ভেঙে কোথায় তুমি লুকোবে? কোথায় তুমি হারাবে?

Ditio Jibon - Lyrics (Shironamhin)

ব্যান্ড :Shironamhin অ্যালবাম:Ichche Ghuri (2006)
অদৃশ্য চাদরে, দিগন্ত রেখায় বসে আছে সে,
অসংখ্য অনাবিল, পথ পেরিয়ে আশার স্মৃতির ভীড়ে- রূপালী চাঁদের আলোয় জড়িয়ে থাকা সেই পিচঢালা পথ,
বিষন্ন চারিধার, ছড়িয়ে থাকা মৃদু কুয়াশা- বিষন্ন ধোঁয়াশায় ধূসর স্মৃতি ঘিরে আছে, তাকে, আঁধার লহরীর নীল সাজানো আকাশ ছুঁয়ে জোছনা ভাঙা বালুচরে হারিয়ে যাওয়া, মনে পড়ে যায় ফেলে আসা পথ পেরিয়ে, সোনালী প্রহর তবুও সবুজ পথ পেরিয়ে, অসীম ছায়াপথ নিমেষে ছাড়িয়ে, অবাক বিস্ময়ে। জীবন স্নৃতি যেন এলোমেলো হয়ে উড়ে যায় একই পলকে, একই নিমেষে। হে হেহে তোমায় স্বাগত জানাই, ঝড়া পাতার মত সন্ধ্যায়, আলোময় বিচরন, দ্বিতীয় জীবন, ছায়াময় মননে, অবাক নয়নে, ছায়া সুনিবিড়, বিস্ময়ে দেখি, দ্বিতীয় জীবন, দ্বিতীয় জীবন। দ্বিতীয় জীবন, দ্বিতীয় জীবন। দ্বিতীয় জীবন, দ্বিতীয় জীবন। দ্বিতীয় জীবন, দ্বিতীয় জীবন।

Onek Asha Nea - Lyrics (Shironamhin)

ব্যান্ড :Shironamhin অ্যালবাম:Ichche Ghuri (2006)

অনেক সবুজের প্রান্তে তুমি থাকো একাকী আমি ধূসর, ধূসর হয়ে জেগে থাকি। অনেক মানুষের ভীড়েও তুমি থাকো একাকী আমি অনেক আশা নিয়ে বসে থাকি। হেরে যেতে যেতে যদি থমকে, এক নিঃশ্বাসে সব পেরিয়ে রোদ ঝলমলে এক দুপুরে, যদি ঘুম সব ঘুম ভেঙে যায় আমি অনেক আশা নিয়ে জেগে থাকি। দরজার বাইরে রঙীন পৃথিবী, ধূলো ধূলোমাখা দাঁড়িয়ে আছে ঝড়ের আশায় তোমার শহরে, শিরোনামহীন ফুটপাত ঘুমিয়ে গেছে। একদিন এই ঝড়, তোমার এই শহরে, ভেজায় যায় সব জানালা তবু আমি বসে আছি। অনেক মানুষের ভীড়েও তুমি থাকো একাকী। আমি অনেক আশা নিয়ে জেগে থাকি।

Thursday, January 26, 2017

Onno Kew - Lyrics (Shironamhin)

ব্যান্ড:Shironamhin অ্যালবাম:Ichche Ghuri (2006)
আমি না অন্যকেউ নিয়ে যায় তোমায় যেখানে অবিরত ভেঙে পড়ে সময়; আমি না অন্যকেউ নীরবে বাঁচে রক্তসিদুঁর আঁকে যেথা নবআশা;
আমি না অন্যকেউ নিয়ে যায় আমার কন্ঠ হতে প্রতিবাদ প্রলয়। তুমি না অন্যকেউ মোর শয্যাতে জেগে দেখি পূব কোনে তমসা ক্ষয় তুমি না অন্যকেউ ফিরে আসে আর ডেকে তোলে বৃত্তবন্দী মন। সঙ্গী তুমি সোনালী ভোরে অজানা কোনো আলো আলোয় ভরা আনন্দলোকে নিঃস্ব প্রাতে চলো তবু জেগে উঠো, বেঁচে উঠো, গেয়ে উঠো আমার এ গান- তুমি না অন্যকেউ শিয়রে কাঁদে, অধরা ছায়া শূন্যমাঝে ভেঙে পড়ে তুমি না অন্যকেউ মেলে দেয় ভোরের আকাশে সোনালীডানা চিল। যাবে কি তুমি মোর সাথে? আকাশ উর্ধ্বে ঐ নীল মাঝে, যেথা অন্ধ বিশ্ব খোঁজে তোমাকে যাবে কি তুমি মোর সাথে?

A Shundor Prithiby - Lyrics (AvoidRafa)

সিঙ্গার : AvoidRafa অ্যালবাম:Bhar (2016)
এ সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায়, নাহি চায় তবুও মরন কেনো, এখান থেকে
ডেকে নিয়ে যায়, কে জানে কোথায় না না না যাবো না মন যেতে নাহি চায়, নাহি চায় মনে হয় মানুষেরি সুখে দুখে, মিশে থাকি তাদের কাছে থাকি, কন্ঠ জরায়ে ধরে, বলি যেতে দিয়ো না আমায় না না না যাব না মন যেতে নাহি চায়, নাহি চায় [যদি সবকিছু ছেরে দিতে হবে তবু এই আকাশ এই বাতাস পিছু ডাকে কেন তবে](২) এ ভুবনে দুদিনের পরে শুধু কেন আশা, মিছে মায়া ভালোবাসা ওগো নিঠুর জীবন, তুমি মরে বলনা বিদায় না না না যাবো না মন যেতে নাহি চায়, নাহি চায় এ সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায়, নাহি চায় এই সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায়, নাহি চায়

Har Kala - Lyrics (AvoidRafa)

সিঙ্গার : Avoid Rafa অ্যালবাম:Bhar (2016
আমার হাড় কালা করলাম রে আরে আমার দেহ কালার লাইগারে ওরে অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসে ও মনো রে হাইল্যা লকের লাঙ্গল বাকাঁ জনম বাকাঁ চাদঁ রে তার চাইতে অধিক বাকাঁ হায় হায় যারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসে আমার হাড় কালা করলাম রে আরে আমার দেহ কালার লাইগারে ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে মনো রে কূল বাকাঁ গাঙ বাকাঁ বাকাঁ গাঙের পানি রে সকল বাকাঁয় বায়লাম নৌকা হায় হায় তবু বাকাঁ রে না জানি দুরন্ত পরবাসে আমার হাড় কালা করলাম রে আরে আমার দেহ কালার লাইগারে ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে মনো রে হাড় হইলো জড়োজড়ো আমার অন্তর হইল পোড়া রে পিড়িতি ভাঙ্গিয়া গেলে হায় হায় নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসে আমার হাড় কালা করলাম রে আরে আমার দেহ কালার লাইগারে ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে

Bhoboghure Jhor - Lyrics (Shironamhin)

ব্যান্ড:Shironamhin অ্যালবাম:Ichche Ghuri (2006)
চৌরাস্তার উঁচু ল্যাম্পপোস্ট ছাড়িয়ে নিঃশ্বাস নিয়ে একটু দাঁড়িয়ে চারিপাশে বিমূর্ত রেখায়
আমি, ভবঘুরে ঝড় তোমাদেরই খুব কাছে, ছায়া হয়ে যাই তোমাদের ভালবাসায় । । শনশন উত্তাল হাওয়ায় চৌরাস্তার ল্যাম্পপোস্ট হাঁপায় এক কাপ গরম চা-এ আমি, ভবঘুরে ঝড় তোমাদেরই খুব কাছে, ভিজে একাকার তোমাদের ভালবাসায় । । কখনো তোমাদের অজানা জানায় বাউনডুলে ঝড় আমায় ভাবায় তোমাদের ছায়ায় নির্বাক ভালবাসা আমি আজন্ম ভবঘুরে ঝড় নিয়ে আসি । । চৌরাস্তার উঁচু ল্যাম্পপোস্ট ছাড়িয়ে নিঃশ্বাস নিয়ে একটু দাঁড়িয়ে চারিপাশে বিমূর্ত রেখায় আমি, ভবঘুরে ঝড় তোমাদেরই খুব কাছে, ভিজে একাকার...

Ruposhi Nogor - Lyrics (Shironamhin)

ব্যান্ড:Shironamhin অ্যালবাম:Ichche Ghuri (2006)
আবার হবে দেখা, তোমাদের এই অচিন নগরে সহসা ধূসর ধুলোর ভীড়ে অচেনা রূপসী নগরে... আবার হতে পারে দেখা। আবার হবে কথা, অনেকের এই প্রিয় নগরে অনেক হারাবার প্রান্তরে অজানা রূপসী নগরে... আবার হতে পারে দেখা। রূপসী উষ্ণ এ পথে, নির্বাক সব কথার ভীড়ে ধূলোয় ধুলো প্রান্তরে, দেখা আবার হতে পারে হেঁটে যাই আমি। ধূসর ছাড়িয়ে। দেখা হবে সবুজ আশায়...

Cholo Arekbar Uri - Lyrics (AvoidRafa)

সিঙ্গার : Avoid Rafa অ্যালবাম:Bhar (2016)
সকালের রোদে তুমি আমি হব পথহারা নিয়ম ভেঙ্গে তুমি আমি বলব সব কথা। রংধনু বাতাসে তুমি আমি হাসবো সারাক্ষণ
আলোর মিছিলে তুমি আমি হাসবো প্রতিক্ষণ। মূহুর্ত হাসবে যতই আড়ালে থাকি তবুও সুখের মলাটে গাইবো আনমনে তুমি আর আমি। চলো আরেকবার উরি, চলো আরেকবার ভাষী চলো আরেকবার হারাই তুমি আর আমি। চলো আরেকবার উরি, চলো আরেকবার ভাষী চলো আরেকবার কাছে আশি শুধু তুমি আর আমি।

Likenshare - Lyrics (AvoidRafa)

সিঙ্গার : Avoid Rafa অ্যালবাম:Bhar (2016)
রাফা, এভয়েড রাফা রাফা দেয়ালের সাথে কেনো কথা বলো... অন্ধ কেউ যেন দরজার ওপাশে
ভাবছি সবাই পর্দাটাই বেশ... বাস্তব কথা অনেকটাই কেনো মলিন সত্য মিথ্যেই মলিন... ভাবছি বসে হিসাব নিকাশ নিয়ে ও ও ও, ও ও ও, ও ও ও, ও ও ও... কেনো একটা ভোর আসে না যেখানে তুমি আর আমি সব সত্য... কেনো একটা বিকেল আসে না যেখানেই হিসেব নিকেশ সব অসত্য... তাই, দিনগুলো যদি এভাবেই যেতো আমরা সবাই নিজেদের মতো... যা ইচ্ছে ছন্নছাড়া কিংবা পথহারা... দিনগুলো যদি এভাবেই যেতো আমরা সবাই নিজেদের মতো... যা ইচ্ছে ঘুমহারা কিংবা স্বপ্নহারা... কেনো একটা ভোর আসে না যেখানে তুমি আর আমি সব সত্য... কেনো একটা বিকেল আসে না যেখানেই হিসেব নিকেশ সব অসত্য... কেনো একটা ভোর আসে না যেখানে তুমি আর আমি সব সত্য... কেনো একটা বিকেল আসে না যেখানেই হিসেব নিকেশ সব... কেনো একটা ভোর আসে না যেখানে তুমি আর আমি সব সত্য... কেনো একটা বিকেল আসে না যেখানেই হিসেব নিকেশ সব অসত্য...

Shodesh - Lyrics (Shironamhin)

ব্যান্ড:Shironamhin অ্যালবাম:Ichche Ghuri (2006)
বলেছিলে তুমি আমায় "এসো, নাও নূতন ভোরের আলো" দিয়েছিলে শতাব্দীর অবগাহন,
এক মুক্ত সময়ের আহবান। বলেছিলে তুমি আমায় "জাগো, শোনো আমার কন্ঠনিষাদ" দিয়েছিলে অভ্র কোনদিনে, রোদ গন্ধমাখা জীবন। বলেছিলে "অপেক্ষা কর, জেনো, কাটবেই কৃষ্ণপ্রহর" তবু জেগে দেখি কাঁদছে মানুষ পুড়ছে আমার স্বদেশ। আর একটিবার তোমায় দেখতে চাই, দেখতে চাই। জেনে রেখো অন্ধকার কোনো কালে হারিয়েছি আমার অতীত কবে পাবো অর্থময় নীরবতা, কবে আসবে স্বাধীনতা। কবে পাবো নীরজা তোমায়, আসবে আলোক প্রহর- তবু জেগে দেখি কাঁদছে মানুষ, পুড়ছে আমার স্বদেশ আর একটিবার তোমায় দেখতে চাই, দেখতে চাই। আঁধার ভাঙা স্বপ্ন হতে জাগাই তুমি আসবে বলে মহাকাল স্তব্ধ কাদের তরে আমার বাঁচা, আমার লড়াই এখনো তোমার প্রিয়মুখ আমায় বাঁচায় জানি মুক্তি তোমাতে। তবু জেগে দেখি কাঁদছে মানুষ পুড়ছে আমার স্বদেশ। আর একটিবার তোমায় দেখতে চাই, দেখতে চাই।

Cafeteria - Lyrics (Shironamhin)

ব্যান্ড:Shironamhin অ্যালবাম:Ichche Ghuri (2006)
পড়ন্ত বিকেল, ক্যাফেটেরিয়া উঁকি দিয়ে দেখি পড়ন্ত বিকেল, ক্যাফেটেরিয়া
উঁকি দিয়ে দেখি এক কাপ চা, গরম তৃষ্ণায় অজস্র এলোমেলো স্বপ্নের ভীড়ে তোমার শীতল চোখ ভিজিয়ে যায় আমায় (২) যেখানে তোমার ঠোঁট ভালোবাসা আমি বুড়ো কবিতার মতো চুপচাপ যেখানে তোমার চোখ খুনী আমি খুন হই…… প্রতিদিন……………

Nisshongo - Lyrics (Shironamhin)

ব্যান্ড:Shironamhin অ্যালবাম:Ichche Ghuri (2006)
দীর্ঘশ্বাস তোমার রুক্ষ দেয়াল ছুঁয়ে বিবর্ণ রাত্রি কাটে বিমূর্ত সময় প্রার্থনা তোমার হারিয়ে যায় অন্ধকারে
স্তব্ধ এই বদ্ধঘরে অস্পষ্ট স্বরে নিঃসঙ্গ একা তুমি ক্লান্ত… জীর্ন তুমি অন্ধ দেয়াল জুড়ে দুঃস্বপ্ন আছড়ে পড়ে। পারবে কি ভেঙে দিতে এই দেয়াল? পারবে কি ছেড়ে যেতে এই বাঁধন? ধূলোমাখা জানালার আলো ছাড়িয়ে পারবে কি ফিরে যেতে আবার? আর্তনাদ তোমার বিদগ্ধ এ মন জুড়ে প্রতিধ্বনি করে চুপিসারে স্বপ্নগুলো কেন জড়িয়ে যায়ে এ মায়াজালে দুঃসহ যন্ত্রনাতে, অশান্ত ঝড়ে নিঃসঙ্গ একা তুমি ক্লান্ত… জীর্ন তুমি অন্ধ দেয়াল জুড়ে দুঃস্বপ্ন আছড়ে পড়ে

Economic Hitman (Extended) - Lyrics (AvoidRafa)

সিঙ্গার : Avoid Rafa অ্যালবাম:Bhar (2016)
ইচ্ছে ছিল এগেই যাবার শব্দ গুলো আজ কেন রঙিন মনে হয় সব নিশ্বাস ছেড়ে আমি
ভাবছি একা বসে ঘোর কেন কাটে না তোমার ছায়ায় দাড়িয়ে আমি হারিয়ে যাই ছেড়ে দাও চল চলে যাই বদ্ধ কোথাও তুমি আর আমি হারিয়ে যাবো মুছে বলি সব হার সবই আমার ঘোরে থাকা স্বপ্নময় ধুলোকণা নিল আকাশ আজ আনমনে হয় ।। থামছে না কেন?? সুন্দর কে কুৎষিত মনে হয়

Hoyna - Lyrics (Shironamhin)

ব্যান্ড:Shironamhin অ্যালবাম:Jahaji (2004)
হয় না আর এমনতো হয় না নদীর বুকে বৃষ্টি ঝরে, পাহাড় তারে সয়না। সূর্য লাল বৃক্ষ সবুজ,
আমি কান্দি ঘরের কোনায়, তুমি অবুঝ। বৃক্ষ আকাশ সূর্য মিলে ঝরনার কথা কয় না, নদীর বুকে বৃষ্টি ঝরে, পাহাড় তারে সয়না। মেঘ কালো আধার কালো মৃত্যুর বুঝি মরন হলো। উদাস আকাশ, উত্তাল বাতাস পথের বাঁকে রয় না নদীর বুকে বৃষ্টি ঝরে, পাহাড় তারে সয়না। মেঘের নৃত্য তারার মেলা সোঁদা মাটি রাঙ্গা আলোয় বৃষ্টির খেলা। তোমার অশ্রু আমার চলা একতারেতে রয় না সাগর জলে ঝরনার চলন মনের কথা কয় না।

Shunno - Lyrics (Shironamhin)

ব্যান্ড:Shironamhin অ্যালবাম:Jahaji (2004)
আমার ঘরে জন্ম হলো আমার ঘরেই বসবাস ঘরের আলোয় আমার সর্বনাশ ।
ছিলো ঘরে তেলের প্রদীপ, টিমটিমে তার আলো ভরসা ছাড়াই জীবন সুধা, আমার ঘরের আধার কোণে লুকিয়ে থাকাই ভালো । আধার আমার তেল ফুরালে, সন্ধ্যে নিয়ে আসে বারো মাসে সতেরো জীবন, বছর ঘুরে থামলো যখন আমায় ভালবাসে….আমায় ভালবাসে সিড়ি ভেঙ্গে এ ওর বোঝা, করলো হাতবদল আমার বোঝা কে যে নিলো, কোন সে চেনা মুখ জীবন ভরে বোঝার পাহাড়, জীবন ভরে বো ঝা র পাহাড় জীবন ভরে বোঝার পাহাড়, বারো মাসে সোনার হরিণ পেলাম না যে সুখ । ঘরের আলোয় আমার সর্বনাশ । আমার ঘরে দশটি সিড়ি, নয়টি তারই ভাঙ্গা সিড়ি গেলো আকাশ পানে, আমি যখন অতল জলে খুঁজছি শুকনো ডাঙ্গা । বদলে বোঝা সেই…. চেনা ঘরে ঢুকে দেখি, পায়ের নিচে মাটি নেই, মাটি নেই ।

Shuvro Rongin - Lyrics (Shironamhin)

ব্যান্ড:Shironamhin অ্যালবাম:Jahaji (2004)
শুভ্র রঙ্গীন, আকাশের দিন, তোমায় সেই জনতার গল্প শোনায়।
অলস দুপুর ক্লান্ত নুপুর, স্বপ্ন দেখায় তারায় তারায় ।। স্বপ্ন দেখি সবুজ নিশান তোমায় নিয়ে জলসা দেখা। লড়াই যেমন ঝড়ের রাতে হেরে গেলেও বাঁচতে শেখা। শুভ্র রঙ্গীন, আকাশের দিন, তোমায় গল্প শোনায় সেই জনতার। লড়াই শেখায় তোমায় আমায়, "come on baby light my fire" তোমায় দেখে কাঠবেড়ালী, লেজ উঁচিয়ে আদর চায়। গোধূলী নাচে রাঙ্গা আলোয় বাঁচার নেশায়, মুক্তি পায়।। মুক্তির দিন, রঙ্গিন রঙ্গিন মেলে পাখা, জেগে থাকা আগুন রঙ্গিন রক্তের দিন তোমায় নিয়ে বাঁচতে শেখা। শুভ্র রঙ্গীন, আকাশের দিন, তোমায় গল্প শোনায় সেই জনতার। লড়াই শেখায়, তোমায় আমায় "come on baby light my fire."

Chader Gaye Chad - Lyrics (Avoid Rafa)

সিঙ্গার : Avoid Rafa অ্যালবাম:Bhar (2016)
ছয় মাসের এক কন্যা ছিল
নয় মাসে তার গর্ভ হলো আবার এগারো মাসে তিনটি সন্তান
কোনটা করবে ফকিরী ফকিরী চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কি ওরে ঝিয়ের পেটে মায়ের জন্ম তোমরা তারে বলবে কি ঘর আছে তার দুয়ার নাই লোক আছে তার বাক্য নাই কেবা তাহার আহার যোগায় কে দেয় সন্ধা বাতি সন্ধ্যা বাতি লালন ফকির ভেবে বলে মায়ে ছুইলে পুত্র মরে আরে এই কথার মান না জানিলে হবে না তার ফকিরী ফকিরী।। চাঁদের গায়ে চাঁদ লেগেছে

Ghum - Lyrics (shironamhin)

ব্যান্ড:Shironamhin অ্যালবাম:Jahaji (2004)
কথা ছিলো নীল মেঘ হতে নিয়ে আসবি যন্ত্রনা । কথা ছিলো পাপ হতে ধুয়ে ফেলবি তোর শঙ্খ শরীর । কথা ছিলো সাঁঝকালে ভালবাসবি মোর নীরজাকে । শুয়ে শুয়ে হাত পাতি আধার মাঝে যদি ঝরে পড়ে তোর অশ্রু । কান পাতি শব্দহীন অলিক চরাচর যদি ভেসে আসে তোর আহবান । ঘুম ভেঙ্গে জেগে দেখি দাসত্বের সহস্র বছর ঘুম ভেঙ্গে জেগে দেখি মৃত্যু শিয়রে শুনছে প্রহর কথা ছিলো মোর অপরাধের তরীতে ভাসাবি তোর সস্ত্বা । কথা ছিলো অর্থহীন চুম্বণ পাবে নতুন সময় । কথা ছিলো পঙ্কিল সাগর হতে নিয়ে আসবি আমায় । কথা ছিলো আজন্ম অমাবস্যার মৃত্যু এখনি । শুনে দেখি কান দিয়ে শুধু শূন্যতা ছুঁয়ে দেখি চোখ দিয়ে, প্রিয়া অন্যথা র্নিবান যন্ত্রনায় লাশকাটা ঘরে ঘুমোও আমার মানুষ ।

Nodi - Lyrics (Shironamhin)

ব্যান্ড:Shironamhin অ্যালবাম:Jahaji (2004)
গাঁয়ের পাশে ছোট্ট নদী, স্বপ্ন মাঝে হারাই যদি, সেই নদীটা ছন্দে হাসে
নিরবধি, ভালবাসে। ভরা গাঙ্গে ভরা নাঁওয়ে মাতাল চিরন্তন সত্যমতে পাপের খেলায় অবাধ আগমন। মনে মনে ভীষণ খেলা কথার ফাকে মনের মেলা, সেই মনেতে ছন্দে হাসে নিরবধি। ভালবাসে। দিনে রাতে নদীর বুকে কালের দীর্ঘশ্বাস সরল দেহে জলের ধারা বহে বার মাস। আমার নদী আমার রইল অচীন অথই ঢেউ, পাষাণ সময় স্রোতের তোড়ে ভাসল না ত কেঊ। জলে জলে ঢেউ এর মাতম আকাশ পানে মেঘের কথন, সেই মেঘেরা ছন্দে হাসে নিরবধি, ভালবাসে।

Nishchup Adhar - Lyrics (Shironamhin)

ব্যান্ড:Shironamhin অ্যালবাম:Jahaji (2004)
উড়তে কি পারো বন্ধু আমার? ধরতে কি পারো তুমি মেঘের জল? গাইতে কি পারো তুমি আমার গান? শুনতে কি পারো তুমি আমার কান্না? দেখতে কি পারো নিঃস্ব প্রাতে নিঃসঙ্গ মোর একলা চলা । ভাসতে কি পারো তুমি আমার সুরে বুঝতে কি পারো তুমি আমার কথায়? মিথ্যার বেসাতিতে তোমার জগৎ । র্স্পশ করো তুমি আমার কষ্ট মেঘদল হতে আনো সূর্য সকাল গেয়ে ওঠো মোর সাথে আমার গান । আমি তাকিয়ে রই, নীল আদিগন্ত মানুষ ভরা খোলা প্রান্তরে, আর চেয়ে দেখি, তোর খোলা চুলে ভেসে যায় আমারি স্বপ্নগুলো । নিশ্চুপ আধারে । তুই উড়িয়ে যা তোর ফানুস, যত ইচ্ছে সাজা মেঘমালা তুই চেয়ে দেখ কত মানুষ, পথে নেমে ভুলে যা কষ্ট তুই উড়িয়ে যা তোর ফানুস, তুই বেঁচে থাক নিয়ে আশা তুই দেখ তোরি মত মানুষ, তুই গেয়ে যা তারই ভাষায় আমি তাকিয়ে রই খোলা প্রান্তরে, তুই যা, যা ভুলে যা সবই । উড়তে কি পারো বন্ধু আমার? ধরতে কি পারো তুমি মেঘের জল? গাইতে কি পারো তুমি আমার গান? ভাসতে কি পারো তুমি নীল জোছনায়? শুনতে কি পারো মোর প্রিয়ার ঠোটে? অচেনা আলোর এক মুক্ত বয়ান । ভাঙ্গতে কি পারো তুমি দেবতার ঘুম? দেখতে কি পারো তুমি আমার চোখে? অক্ষম চিৎকারে বাঁচার নেশা অগ্নিকন্ঠ হোক তোমার শব্দ অতল নরকে সাজো তোমার বাসর গেয়ে ওঠো মোর সাথে আমার গান ।

Ondho Jibon - Lyrics (Avoid Rafa)

সিঙ্গার : Avoid Rafa অ্যালবাম:Bhar (2016)
আমার স্বপ্নে তুমি, টুকরো ছায়া আমার শূণ্যতার পৃথিবী আমার জীবনে তুমি, স্বপ্নে ঘেরা এক ছোট্ট বাধা, অনুভূতি
একলা ঘরে জীবন বাধা শরীর, ক্লান্ত মন আমার অস্থির শূণ্যতায় আঁধার স্বপ্নে তুমি, আমার খুব কাছে এসেছো হাত বাড়িয়ে ছুঁতে ইচ্ছে করে তোমার ছায়াকে অশ্রুভেজা দৃষ্টি তোমার, হাতছানি দিয়ে ডাকে এই সুর বাজে আমার মনে, আমার শূণ্যতার গহীনে এক অন্ধজীবনের রংয়ে আঁকা তোমার সেই ছবি বৃষ্টিভেজা তুমি ক্লান্ত মনে হাঁটছো কেন একা পেছনে ফেলে যেতে ইচ্ছে হয় না আমার এই জীবনকে হাত বাড়িয়ে ছুঁতে ইচ্ছে করে তোমার ছায়াকে অশ্রুভেজা দৃষ্টি তোমার, হাতছানি দিয়ে ডাকে হাত বাড়িয়ে ছুঁতে ইচ্ছে করে তোমার ছায়াকে অশ্রুভেজা দৃষ্টি তোমার, হাতছানি দিয়ে ডাকে

Jahaji - Lyrics (Shironamhin)

ব্যান্ড:Shironamhin অ্যালবাম:Jahaji (2004)
চেনা শহর, চেনা রাস্তা, পরিচিত ঢাকা ভেসে যাচ্ছি চোখে আলো জ্বেলে, জাহাজীর মত একা ঝরে চুন-সুড়কি, শরীরের দেয়াল
তবু সিড়ি ভেঙ্গে ভেঙ্গে, অনেক উঠেও থেমে, শেষ ছাদটায় দেখি নীল, এরই মাঝে নক্সা, সাদা আলোর সাদা শঙ্কচিল । জাহাজীর কাছে ভীষণ সত্য সেই, পথটাই যাওয়া, এর আর কোন ফিরে আসা নেই । পথের ধারে দাড়িয়ে আছে, শুকনো দালান দোকানের নাম, তারপর, আমাদের ভুবনে স্বাগতম । ঝরে বৃষ্টি কারো ভুবনে, তবু নিয়ন সাইনে স্বাগতম । আ মা দে র, তারপর; ভু ব নে, তারপর; স্বা গ ত ম । বুঝতে কিছু সময় লাগে সেই, স্বাগতমটাই ইচ্ছে, সস্তায় কারা বিক্রি করে দিচ্ছে । আমার শৈশবের মত দামী, আমার কান্না জড়ানো গান, মাথা উচু সেইন্ট গ্রেগরী আমার, সময়ের টানে ম্লান । আমার পরিচিত লাস্ট বাস, আমার ভাঙ্গাচোরা নিঃশ্বাস, ব্রাদার চার্লসের চুইংগাম, আমার রক্ত আমার ঘাম, আমার লাস্ট বাসে বাড়ি ফেরা, মাথা তুলবার তাড়া, আমার জাহাজের পাটাতন, ছেড়া নোঙর, ছেড়া মন, ছেড়া নোঙর… জাহাজীর আর বোঝার বাকী নেই পথটাই যাওয়া, এর আর কোন ফিরে আসা নেই ।

Ads Inside Post

Comments system