Thursday, January 26, 2017

Bullet Kingba Kobita - Lyrics (Shironamhin)

ব্যান্ড:Shironamhin অ্যালবাম:Bondho Janala (2009)
নিয়ন আলোর রাজপথে, টি এস সি'র মোড়ে, চায়ের দোকানে, বুলেট কিংবা কবিতায়...
যদি ফেরার পথে ভুল হয়ে যায় ... মাঝে মাঝে সবুজ পতাকা দু'হাতের মাঝে বন্দি, অজস্র কবিতা আর গানে, জ্বলে জ্বলে নিঃশেষ, কবি আর কবিতা... রাজপথ ছুয়ে যায়... শত শত কবি এমনি এক টি এস সি'র মোড়ে প্রতি রাতের উদাস চাঁদ দেয়াল লেখা থেকে দুঃখ কেনে... যদি ফেরার পথে ভুল হয়ে যায়... অসময়ে... অন্ধকারে... দেয়াল জুড়ে বর্ণমালার মিছিল ক্লান্ত করুণ চোখে... স্লোগান স্লোগান আর মিছিলের নগরে টি এস সি'র নিঃশ্বাস, বুলেট কিংবা কবিতার খাতায় কবি আর কবিতা খুন হওয়া আস্বাস দেয়াল লেখা থেকে বর্নমালা যদি আলোর মিছিল হয়ে যায় টি এস সি'র মোড়ে রাতের রাজপথ বুলেট... কিংবা কবিতায়... যদি ফেরার পথে ভুল হয়ে যায় মৃত কবিদের কবিতার আসরে ছবি হয়ে থাকে না রাতের রাজপথ পল্টন ময়দান, টি এস সি'র মোড়, জনসমাবেশ আর বিশাল অবরোধ এরই অবসরে দেয়াল লেখা যদি মানচিএ হয়ে যায় অজস্র কবিতার জনসমাবেশ থেকে বুলেট... কিংবা কবিতায়... যদি ফেরার পথে ভুল হয়ে যায়... নিয়ন আলোর রাজপথে, টি এস সি'র মোড়ে, চায়ের দোকানে, বুলেট কিংবা কবিতায়... যদি ফেরার পথে ভুল হয়ে যায়... মাঝে মাঝে সবুজ পতাকা দু'হাতের মাঝে বন্দি, অজস্র কবিতা আর গানে, জ্বলে জ্বলে নিঃশেষ, কবি আর কবিতা... রাজপথ ছুয়ে যায়...

No comments:

Post a Comment

Ads Inside Post

Comments system