Tuesday, January 24, 2017

Purnota - Lyrics (Warfaze)

ব্যান্ড : Warfaze
অ্যালবাম  :Shotto (2012)
সেদিন ভোরে, বুকের গভীরে শুনেছি জমে থাকা নীল বেদনারা ডাকে এই শহরে ইটের পাহাড়ে, ছিলোনা কেউ যে দেওয়ার প্রেরনা
যন্ত্রে বাঁধা মন, ছিলো ক্লান্ত অসহায় অর্থে কেনা সুখ, ম্রিয়মান দুঃখের ছায়ায়। যন্ত্রে বাঁধা মন, ছিলো ক্লান্ত অসহায় অর্থে কেনা সুখ, ম্রিয়মান দুঃখের ছায়ায়। আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে আজকে শুনি আনন্দধ্বনি পৃথিবী ভরেছে সুখে বেঁচে থাকার মায়ায় শূণ্য আশার জীবন্ত ভাষায়, অদূরে দেখেছি প্রানের মোহনা। যন্ত্রে বাঁধা মন, ছিলো ক্লান্ত অসহায় অর্থে কেনা সুখ, ম্রিয়মান দুঃখের ছায়ায় আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে

No comments:

Post a Comment

Ads Inside Post

Comments system