Tuesday, January 24, 2017

Rongdhonu - Lyrics (Aurthohin)

ব্যান্ড :Aurthohin অ্যালবাম :Dhrubok (2003)
হেটে যাই ফুটপাতে প্রতিদিন একবার ব্যাগে নিয়ে রংধনু একঘেয়ে সংস্কৃতি ভাঙ্গাচোরা রাজনীতি আর আমার রংধনু বিস্মৃত পথঘাট দেখি চোখ বুজলেই কিন্তু দেখিনা রঙ
সব আছে কিছু নেই, আমার ব্যাগ খুললেই সাত সাতটি রঙ যখনই ভাবছিলাম আমি, কেন আছি বসে একাকী বাতাসটা বয়ে গেল পেছন থেকে দিয়ে গেল আমায় ফাঁকি দিয়ে গেল আমায় ফাঁকি... দিয়ে গেল আমায় ফাঁকি সেদিন ছিল সোমবার সন্ধে ছয়টা সবকিছু সাদাকালো হন্যে হয়ে আমি রঙ খুঁজে যাই আমার রঙ কোথায় গেল প্রকৃতি থেকে সাত সাতটি রঙ চুরি করে ভরলাম ব্যাগে বর্ণবিহীন প্রকৃতির সবগুলো রঙ আমার ব্যাগে লুকিয়ে যখনই ভাবছিলাম আমি, কেন আছি বসে একাকী বাতাসটা বয়ে গেল পেছন থেকে দিয়ে গেল আমায় ফাঁকি দিয়ে গেল আমায় ফাঁকি... দিয়ে গেল আমায় ফাঁকি
অদ্ভুত কালো অদ্ভুত সাদা শুধু গাছের নিচে কেন ছায়া অনুভূতি রঙ করেছি একাকী বসে আর কান্না জুড়ে আকাশটা অদ্ভুত কালো অদ্ভুত সাদা শুধু গাছের নিচে কেন ছায়া অনুভূতি রঙ করেছি একাকী বসে আর কান্না জুড়ে আকাশটা যখনই ভাবছিলাম আমি কেন আছি বসে একাকী বাতাসটা বয়ে গেল পেছন থেকে দিয়ে গেল আমায় ফাঁকি দিয়ে গেল আমায় ফাঁকি... দিয়ে গেল আমায় ফাঁকি... দিয়ে গেল আমায় ফাঁকি... দিয়ে গেল আমায় ফাঁকি...

No comments:

Post a Comment

Ads Inside Post

Comments system