Monday, January 23, 2017

Juddo Lyrics

ব্যান্ড :Aurthohin
বিকাল গড়িয়ে আসছে সন্ধ্যা ভীত দেশের সব জনতা রাত্রি হলেই হবে শুরু
আকাশ থেকে বোমা বৃষ্টি যে বৃষ্টি রক্তে ভেজায় আমার সোনার মাতৃভূমি ঘরবাড়ি সব ধসে পরে হাজার মানুষের আর্তনাদে এক হাতে লোভ আর অন্য হাতে সন্ত্রাস নিয়ে দুই আর দুই পাঁচ মিলিয়ে যাচ্ছো তুমি কোন পথে অলস যুদ্ধ থামাতে ব্যাস্ত আমাদের প্রিয় জাতিসংঘ কিবা তারা করতে পারে কেনা চেয়ারে আছে পুতুল বসে অলস যুদ্ধ থামাতে ব্যাস্ত আমাদের প্রিয় জাতিসংঘ কিবা তারা করতে পারে কেনা চেয়ারে আছে পুতুল বসে লোভী চোখ খুবই ব্যাস্ত শিশুর রক্তে তেষ্টা মেটানো সব কিছুই আমরা বুঝি কোথায় আছে it runs in the family সন্ত্রাসী কে বুঝি না আমি মাঝে মাঝে একলা হাসি নতুন সব rules regulation আর কাল্পনিক wepon of mess destruction
এক হাতে লোভ আর অন্য হাতে সন্ত্রাস নিয়ে দুই আর দুই পাঁচ মিলিয়ে যাচ্ছো তুমি কোন পথে অলস যুদ্ধ থামাতে ব্যাস্ত আমাদের প্রিয় জাতিসংঘ কিবা তারা করতে পারে কেনা চেয়ারে আছে পুতুল বসে অলস যুদ্ধ থামাতে ব্যাস্ত আমাদের প্রিয় জাতিসংঘ কিবা তারা করতে পারে কেনা চেয়ারে আছে পুতুল বসে আমার ক্রোধ তোমার জন্য আমার ঘৃণা তোমার জন্য সব সন্ত্রাস তোমার জন্য সব রক্ত তোমার জন্য আমার ক্রোধ তোমার জন্য আমার ঘৃণা তোমার জন্য সব সন্ত্রাস তোমার জন্য সব রক্ত তোমার জন্য

No comments:

Post a Comment

Ads Inside Post

Comments system